মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজার শহরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরবাইক আরোহী এক কিশোর নিহত হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের শাহমোস্তফা রোডের রাজু ডেইরী ফার্মের সম্মুখের বিপরীত দিক থেকে ধাবমান একটি প্রাইভেট কার কোর্ট রোডের দিকে ধাবমান মোটরবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরবাইক আরোহী কিশোর নিহত হয়। ঘটনার সময় ঘাতক প্রাইভেট কারটি পালিয়ে যায় । 

নিহত মোটরবাইক আরোহীর নাম সাগর আহমদ আব্দুল্লাহ (১৮)। সে শহরের কোর্ট রোডের ভান্ডারী ষ্টোরের মালিক ও শ্যামল ভান্ডারীর পালিত পুুত্র লিটন মিয়ার বড় ছেলে। লিটন মিয়া মাত্র কিছুদিন পূর্বে ছেলেকে এ মোটরবাইক কিনে দিয়েছিলেন।

(একে/এস/এপ্রিল২৩,২০১৬)