স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘হবিগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) উদ্ধার করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দেখে বলা যাবে না দেশ অরক্ষিত।’

পবিত্র রমজান উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় পোশাক শ্রমিকদের বেতনভাতা পরিশোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে সংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, ‘হবিগঞ্জের সাতছড়িতে পাহাড়ি বনের ভিতর অস্ত্র সঠিক সময়ে উদ্ধার করেছে র‌্যাব। এ অস্ত্রগুলো কারা কখন কিভাবে মওজুদ করেছে তা তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে কারা জড়িত এ বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

মায়ানমার সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মায়ানমারের পরিস্থিতি এখন শান্ত।’

আসন্ন ঈদের আগেই পোশাক মালিকরা তাদের শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এবার বেতনভাতা নিয়ে পোশাক শ্রমিকরা অসন্তুষ্ট হবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

এ সময় বিকেএমই ও বিজেএমই নেতৃবৃন্দসহ পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজির আহমদসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/জুন ০৫, ২০১৪)