বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে খুঁটি থেকে পড়ে আবু হাসান (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। আবু হাসান জামালপুর জেলার ভেড়া পাথালিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবারের টানা কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

শনিবার সকালে সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন মেরামত করতে যান মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা জোনাল অফিসের গ্রেড-১ লাইনম্যান আবু হাসানসহ অন্যান্য লাইনম্যানরা। সকাল অনুমান ১০টার দিকে বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে একটি খুটিতে উঠেন আবু হাসান। হঠাৎ পা পিচলে প্রায় ৩০ হাত উপর থেকে তিনি মাটিতে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় সহকর্মীরা আবু হাসানকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. জহিরুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা জোনাল অফিসের ডিজিএম নীল মধাব বণিক লাইন মেরামতের সময় বিদ্যুতের খুটি থেকে পড়ে লাইনম্যানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের সদস্যরা আসার পর নিহতের লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।’

(এলএস/এএস/এপ্রিল ২৩, ২০১৬)