বাকৃবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এএএফ রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)  শিক্ষক সমিতি। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মো. আবুল হাশেমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির ও কেীলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড.মো. শাহ্-ই-আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, এর পূর্বে ও রাবিতে একইভাবে তিনজন শিক্ষককে হত্যা করা হয়। এমন পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে আমরা কেউই নিরাপদ নয়। দ্রুত বিচারের আওতায় এনে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য যে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে আসার পথে নিজ বাস ভবনের কাছ থেকে দূর্বৃত্তের হাতে খুন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএএফ রেজাউল করিম সিদ্দিকী।

(এমএসএস/এএস/এপ্রিল ২৫, ২০১৬)