আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় শস্য কর্তন ও মাঠ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাকাল ইউনিয়নের বাগপাড়া গ্রামের কৃষক পরিতোষ দত্তের সভাপতিত্ব শস্য কর্তন ও মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা বিজ্ঞানী ড.মাইনুল হাসান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ সরকার, মনোতোষ সরকার, অজয় কুমার বিশ্বাস, আপি মনিটরিং কর্মর্কর্তা লোকমান হোসেন, স্থানীয় কৃষক অজিত রায়, নন্দলাল সরকার প্রমুখ।

(টিবি/এএস/এপ্রিল ২৬, ২০১৬)