বান্দরবান প্রতিনিধি :২৩ এপ্রিলের ইউপি নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোট ডাকাতি ও গজালিয়া ইউনিয়নে জেএসএস নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জনসংহতি সমিতির নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা জন সংহতি সমিতির সাধারণ সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্য বা মং মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জলি মং মারমা, হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ওয়াইচিং প্রু মারমাসহ পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ২৩ এপ্রিল আওয়ামীলীগ নেতাকর্মীরা ব্যাপক কারচুপি, ভিন্ন পন্থায় ভুয়া ব্যালেট প্যাপার ছাপিয়ে অভিনব কায়দায় ভোট ডাকাতি করে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীদের জিতিয়েছে। নির্বাচনের এই রায় জনগণ প্রত্যাখান করেছে। সেই সাথে নির্বাচনের পর আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জেএসএস এবং পিসিপি’র নেতাকর্মীদের উপর লেলিয়ে দিয়েছে। লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩জন জেএসএস ও পিসিপি’র নেতাকর্মী আহত হন। বক্তারা প্রহসনের এই নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে নতুন করে ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং হামলাকারীদের আটক পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

(এফবিসি/এস/এপ্রিল২৭,২০১৬)