চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রূপেন্দ্রনাথ রায় চৌধুরী (ভুতু উকিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শহরের  কাঁঠাল বাগিচাস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন

তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বৎসর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অনংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, খেলোয়াড়, প্রশাসনিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ তাঁর বাসভবনে ছুটে যান। বেলা সাড়ে ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় শশ্মান ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ কৃত্য অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রয়াত রুপেন্দ্রনাথ রায় চৌধুরী তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মিতালী সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের প্রাক্তন সভাপতি, সার্বজনীন দূর্গাপুজা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
(এআরএন/এএস/জুন ০৫, ২০১৪)