স্টাফ রিপোর্টার : রাজধানীতে রাস্তার উল্টো দিকে গাড়ি চলাচল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রুল জারি করেন।

ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিদর্শকসহ ১০ জনকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সময় আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আলী।

পরে রিটকারী এই আইনজীবী বলেন, মোটরযান অধ্যাদেশ আইনের বিধান অনুযায়ী রং সাইডে (নির্দিষ্ট পথের উল্টো দিকে) গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ। এতে যানজটসহ দুর্ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বহনকারী ও ভিআইপিদের বেশিরভাগ গাড়ি এই আইন ভঙ্গ করছে বলে আমরা উল্টোপথে গাড়ি চালানো বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদনে করি।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই বুধবার আদালত রুল জারি করেন বলে জানান এই আইনজীবী।

(ওএস/এএস/মে ০৪, ২০১৬)