কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদ ফকিরের উপর হামলা ও তাঁর বসতঘর ভাংচুর করেছে একদল সন্ত্রাসী। গত মঙ্গলবার রাতে ১১ টার পর তার মৎস্যবন্দর আলীপুরের বাসায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলার খবর পেয়ে মহীপুর থানা পুলিশ এসে তাঁকে রক্ষা করেণ। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

একই রাতে তাঁর ভাই ছাত্রলীগ সভাপতি নজরুল ফকিরের বাসায়ও হামলার ঘটনা ঘটেছে। লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসার মোল্লার নেতৃত্বে অন্তত অর্ধশত সশস্ত্র সন্ত্রাসী এ হামলা ও তান্ডব চালায় বলে আহত ইউপি চেয়ারম্যান অভিযোগ করেণ। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে এখন উত্তেজনা বিরাজ করছে। আগামী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাঈদ ফকির ও আনসার মোল্লার মধ্যে কোন্দল চলে আসছে।

ইউপি চেয়ারম্যান সাঈদ ফকির সাংবাদিকদের জানান, হঠাৎ করে দেশীয় অস্ত্রে সজ্জিত সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর ঘরে প্রবেশ করে কুপিয়ে তছনছ করে। এ সময় তিনি বাঁধা দিতে গেলে তার উপরও হামলা চালায় আনসার মোল্লার সন্ত্রাসী বাহিনী।

তবে লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনসার মোল্লা জানান, তাঁর কোন বাহিনী নেই এবং তিনি এ হামলার সাথে জড়িত নয়। উল্টো তার উপর হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেণ।
এ দিকে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতার গ্রুপ বুধবার সকাল থেকে পৃথক স্থানে সশস্ত্র অবস্থান নেয়ায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

মহীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মনিরুজ্জামান জানান, তারা হামলার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে সাঈদ ফকিরকে উদ্ধার করেন। ওই সময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেণ নি। তবে নতুন করে যাতে কোন হামলার ঘটনা না ঘটে এ জন্য তাঁরা সতর্ক আছেন।

(এমকেআর/এএস/মে ০৪, ২০১৬)