বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে ৩ মোটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। সম্প্রতি সিসি ক্যামরার ফুটেজ দেখে সন্দেহজনক ভাবে ফয়সাল হোসেন টুটুলকে আটক করে। তার দেয়া স্বীকারোক্তিতে তার ২ সহযোগিকে আটক করেছে সদর থানা পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন আবাসিক এলাকা থেকে মটর সাইকেল চুরির ঘটনা ঘটছে। ইতোমধ্যে এই ঘটনায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, সাহাব উদ্দিনের বিল্ডিং’র এর ভাড়াটিয়া এনজিও হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন এর কর্মচারী বিদ্যাপূর্ণ চাকমা’র ব্যবহৃত ১৩৫ সিসি’র ডিসকভার মটর সাইকেলটি ৮ এপ্রিল রাতে এই ভবন থেকে চুরি হয়ে যায়। ঐ দিনই মটর সাইকেল চুরির ঘটনা থানাকে অবহিত করলে পুলিশ তৎপরতা শুরু করে। দীর্ঘদিন তদন্তের পর সিসি ক্যামরার ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে ফয়সাল হোসেন টুটুল নামে এক যুবককে আটক করে গত ২৭ এপ্রিল। তাকে আটকের পর কয়েক দফা জিজ্ঞাসাবাদে সে মটরসাইকেলটি চুরির সাথে সম্পৃক্ত বলে স্বীকার করে।

পাশাপাশি তার সাথে সহযোগী হিসেবে সে বনরূপা পাড়ার মোঃ লোকমান এবং ম্যাক্সিব্রীজ এলাকার মটর মেকানিক রুস্তম আলীর নাম প্রকাশ করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে লোকমান ও রুস্তমকে আটক করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা ৩ জনই মটর সাইকেল চুরির সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। মটর সাইকেল চুরির ঘটনায় বান্দরবান সদর থানায় মামলা হয়েছে। মামলা নং- ০৫, তারিখ ৮ এপ্রিল ২০১৬।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, আটক ৩ জনই মটর সাইকেল চুরির ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।



(এএফবি/এস/মে০৪,২০৬)