স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার বিপুল পরিমাণ নকল ওষুধসহ সেলিম ভূঁইয়া নামে এক প্লেনযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সেলিম ভূঁইয়া নরসিংদীর আবুল হোসেন ভূঁইয়ার ছেলে।

শুক্রবার ভোর রাতে তাকে আটক করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেলিম ভূঁইয়া ব্যাংকক থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন। সন্দেহ হলে শুক্রবার ভোর রাতে তাকে আটক করে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত ওষুধগুলো ইনফার্টিলিটি, স্কিন, জন্ম নিরোধক ও ক্যান্সারের। এসব ওষুধ আনতে ওষুধ প্রশাসনের অনুমোদন নিতে হয়। কিন্তু সেলিম ভূঁইয়া কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব নকল ওষুধ আনার অপরাধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানান ড. মইনুল খান।

(ওএস/এএস/মে ০৬, ২০১৬)