সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার উপর দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের চাকলা নামক স্থানে বেড়িবাঁধের ১০০ ফুট জায়গা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। বৃহষ্পতিবার রাত ১১টার দিকে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে শতাধিক পরিবারের ঘরবাাড়ি, ২০টি চিংড়ি ঘের ও এক’শ একরের বেশি ফসলী জমি জলমগ্ন হয়ে পড়েছে।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি সদস্য গোলাম রসুল জানান, বৃহষ্পতিবার রাতে ১১টার দিকে কপোতাক্ষ নদের আইলা দুর্গত চাকলা সাইক্লোন সেন্টারের পূর্ব পাশের ৭ (২) পোল্ডারের বেড়িবাঁধে প্রায় ১০০ ফুট ভাঙন দেখা দেয়। জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ায় চাকলা দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকার প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ি, ২০টি চিংড়ি ঘের ও প্রায় এক’শ একর ফসলী জমি জলমগ্ন হয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জনগণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টার দিকে ওই বাঁধ সংস্কার করে। তবে সন্ধ্যার হোয়ার কেটে না গেলে ওই বাঁধ নতুন করে ভেঙে যাবে কিনা তা বলা যাবে না।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে- ২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ষার আগে ওই এলাকা মজবুত করে বাঁধার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় ওই বাঁধ সংস্কার করা হয়েছে।

(আরকে/এএস/মে ০৬, ২০১৬)