সাতক্ষীরা প্রতিনিধি :  প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও তথ্য তন্ত্রী হাসানুল হক ইনুকে রাজাকার বলে জুম্মার নামাজে খুৎবা দেয়ায় ইমাম আজমির হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে মুসল্লিরা।

শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী জোড়দিয়া শেখপাড়া বাইদুল নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মুসল্লিরা জানান, শুক্রবার জুম্মা নামাজের পর ইমাম আজমীর হোসেন ইমাম নিয়োগের বক্তব্য দিতে যেয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রি হাসানুল হক ইনুকে রাজাকার আখ্যায়িত করেন। একইসাথে সরকার সম্পর্কে কটুক্তি করায় মসজিদের প্রায় সকল মুসাল্লিরা ক্ষিপ্ত হয়ে উঠে তাকে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ইমাম সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ী গ্রামের লুৎফর রহমান লুতুর ছেলে আজমির হোসেনকে আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ সরকার সম্পর্কে কটুক্তি ও সাবেক এক রাষ্ট্রপতি ও দু’ মন্ত্রী সম্পর্কে ইমাম আজমির হোসেনের কটুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে জামায়াতের নাশকতার মামলা রয়েছে। সে অনেক দিন ধরে আত্মগোপন করে ছিল। তাকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।



(আরএনকে/এস/মে০৬,২০১৪)