কাশিয়ানী(গোপালগঞ্জ)প্রতিনিধি :গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতেরা হলেন, একই উপজেলার মাঝকান্দি গ্রামের আলমগীর শেখের ছেলে রাজু শেখ (২৩) ও হাটুরিয়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে নজরুল শেখ (১৭)।

এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাতে সাজাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মনি মোহন বাগচীর বিজয় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য অবৈধভাবে বিদ্যু‍ৎ সংযোগ দিতে ওই দুই জন বিদ্যুতের খুঁটিতে ওঠেন। এ সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা।

তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





(ওএস/এস/মে০৭,২০১৬)