সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঐতিহ্যবাহী রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির আয়োজনে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ নাজমূল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সাবেক সভাপতি দলিলউদ্দিন আহম্মেদ,কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুব্রত দাস রনক, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিব, পরিচালনা পর্ষদ কমিটির সদস্য জাহাঙ্গির হোসেন, পরিচালনা পর্ষদ কমিটির সদস্য সুজন দেওয়ান, পরিচালনা পর্ষদ কমিটির সদস্য ইকবাল হোসেন, পরিচালনা পর্ষদ কমিটির সদস্য মিথুন, পরিচালনা পর্ষদ কমিটির সদস্য সেলীম মোল্লা, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন দাস ও অভিভাবক নীপা ঘোষ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে সভায় আগামী এসএসসি ও জেএসসি পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলের ব্যাপারে শিক্ষক-অভিভাকদের সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়। অভিভাবক সমাবেশে ৬শ’ জন শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনায় শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও আগত অভিভাবকরা শিক্ষার মানোন্নয়ন, শ্রেণী শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সমস্যা ও সমস্যা উত্তরণে করণীয় এবং আগামী পরীক্ষাগুলোতে ভালো ফলাফল লাভে করণীয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিয়ম করেন। ওই সময় শিক্ষকরা তাদের সাধ্যমতো প্রচেষ্টা অব্যাহত রাখা ও অভিভাবকরা তাদের প্রয়োজনীয় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় নাজমূল আলম খান এক প্রতিক্রিয়ায় বলেন, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ফলাফল, সামগ্রিক উন্নয়ন বজায় রাখতে শিক্ষক, অভিভাক ও এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

(এসডিআর/এএস/মে ০৭, ২০১৬)