ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোট ১শ ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯০টি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই । বিদ্যুৎ সংযোগ না থাকায় ওই সকল বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নানাবিধ দুর্ভোগ পোহাতে হচ্ছে । অনেক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা থাকলেও বিদ্যুতের অভাবে চালু করা সম্ভব হচ্ছে না । ফলে প্রচন্ড গরমে শিক্ষার্থীদের কষ্ট করতে হচ্ছে ।

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিশুদের ঝরে পড়া রোধ ও শতভাগ শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করতে বিদ্যুৎ নির্ভর মাল্টিমিডিয়ার সাহায্যে ক্লাস নেওয়া এবং আধুনিক স্যানিটেশন সমৃদ্ধ ওয়াশ ব্লকও চালু করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র বিদ্যুতের অভাবে। ফলে সরকারি উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা ও ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) অরুন কুমার সরকার জানান, বিদ্যুত সংযোগের অভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। নবনির্মিত ভবনে ফ্যান থাকলেও চালু না করতে পারায় গরমে শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ইতিমধ্যে উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ৩ টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে । আনন্দের সাথে পাঠদান ও শিক্ষা লাভে পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ে আগামী দু’এক বছরের মধ্যে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হবে । আর শিশুদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনের লক্ষ্যে যে সকল বিদ্যালয়ে ব্যায়বহুল ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ সংযোগ না থাকলে এর সুফল থেকেও বঞ্চিত হবে শিশুরা ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আলী সিদ্দিক জানান, বর্তমানে ৪৭ টি বিদ্যালয়ের বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধ করা হচ্ছে । প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম বেগবান করতে বিদ্যুৎ সংযোগ একান্ত জরুরি ।

ঈশ্বরগঞ্জ জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. গুলজার হোসেন জানান, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যুৎ অপরিহার্য উপাদান একথা অস্বীকার করার কোনো উপায় নেই । উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া চলতি অর্থ বছরের মধ্যে সম্ভব না হলেও আগামী অর্থ বছরের মধ্যে সম্ভব হব বলে জানান তিনি ।

(এনআইএম/এএস/মে ০৯, ২০১৬)