ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি ওজনের কষ্টি পাথরের দুটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বিজিবি। বুধবার সকালে জেলার রানীশংকৈল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এই মুর্তি দুটি উদ্ধার করা হয়। এ সময় এর সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে তারা। আটককৃতদের রানীশংকৈল থানায় সোর্পদ করা হয়েছে।

ঠাকুরগাঁও বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে ৩০ বিজিবি’র একটি দল রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের মোমিনুর রহমান ঝানুর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫২ কেজি ওজনের এবং উত্তরগাও গ্রামের হানিফের বাড়ি থেকে প্রায় সাড়ে ১১ কেজি ওজনের দুটি কষ্টি পাথরের মূর্তি দুটি উদ্ধার করে।

এসময় মোমিনুর (৫২), হানিফ (৪৩) এবং জাবেদ (২২) নামে ৩ জনকে আটক করা হয়। তাদের নামে রানীশংকৈল থানায় মামলা হয়েছে।

(জেএবি/এএস/মে ১১, ২০১৬)