রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামরাই দিঘীর পাহাড়ের উপর রোপনকৃত লিচু গাছগুলি বৈশাখের প্রবল ঝড়ে তছনচ হয়ে গেছে। এতে ব্যবসায়ী মনিরুল ইসলাম ব্যাপক ক্ষতি সাধন হয়েছেন।

১১মে সকালে রামরাইদীঘিতে সরজমিনে গিয়ে দেখা যায়, রামরাই পাহাড়ের রোপণকৃত লিচু ফলনসহ লিচু গাছগুলি তছনচ হয়ে পড়েছে। ১৪শ লিচু গাছের প্রায় সবগুলি গাছের অর্ধেক লিচু ফলনগুলি গাছ থেকে ঝড়ে পড়েছে। সম্প্রতি ১০লক্ষ টাকা ইজারায় এ লিচু বাগানটি ক্রয় করেছেন লিচু ব্যবসায়ী মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম জানান, বৈশাখী প্রবল ঝড়ে আমার ইজারার সময়কার লিচুগুলি একেবারেই ঝড়ে পড়েছে আমি যেন মাঠেই মার্ডার। আমি বিশাল অংকের ক্ষতির সম্মুখীন হয়েছি।

পাহাড়ে ঘুরে দেখা যায়, প্রত্যেক লিচু গাছের নিচে অসংখ্যা লিচু পড়ে রয়েছে। এ ব্যাপারে লিচু বাগান তত্বাবধায়ক আনারুল ইসলাম জানান, আমরা এই কালবৈশাখের ঝড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছি, আমরা লিচু বিক্রি করে আসল টাকা তুলতে পারবো কিনা সন্দেহ আছে।

(কেএএস/এএস/মে ১২, ২০১৬)