সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদরে কিশোরের ছুরিকাঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সিয়াম (৭) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় স্কুলের ১ম শ্রেণীর ছাত্র।

শিয়ালকোল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জামুয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে ও ধুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মিরাজুল ইসলাম (১৩) আম কাটা ছুরি হাতে নিয়ে বাড়ির পাশে স্থানীয় ছেলেদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় শিশু সিয়াম সেখান দিয়ে দৌড়ে যাবার সময় আকস্মিক তার বুকে ছুরি লেগে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনার পর অভিযুক্ত মিরাজুলসহ তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ওএস/এএস/মে ১৩, ২০১৬)