শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুর উপজেলায় জুয়া বাণিজ্য, হাউজি, র‌্যাফেল ড্রর নামে প্রতারণাসহ নানা অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে শুক্রবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। গ্রামবাসী জানায়, গত মার্চ মাস থেকে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে বিরতি দিয়ে জুয়া, হাউজি, র‌্যাফেল ড্রর নামে প্রতারণা ও অশ্লীল নৃত্যসহ নানা অনৈতিক কর্মকান্ড চলছে।

গত ৫মে থেকে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পশ্চিমখন্ড (মোষ্ঠাপাড়া) গ্রামে ওই জুয়া মেলা শুরু হয়। এরপর গত বৃহস্পতিবার থেকে আরো একটি জুয়া মেলা শুরু হয় পাশের গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে।স্থানীয়রা জানায়, নগরহাওলায় মেলা শুরুর পর গ্রামবাসী বাধা দিলেও প্রভাবশালী আয়োজকরা মানেনি। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের কয়েকশ মানুষ শুক্রবার দুপুর সোয়া ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে উপজেলার জৈনাবাজার এলাকায় মানববন্ধন করেন। এতে একাত্মতা ঘোষণা করে পাশের ফরিদপুর, তেলিহাটী, আবদার, ডুমবাড়ীচালা, ধনুয়া ও বড়চালাসহ ১০ থেকে ১২টি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন। এরপর তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে জৈনাবাজারে প্রতিবাদ সমাবেশ করেন জনতা। আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিরাজুল হক মাতবর, আবদুল আউয়াল বেপারি, মোসলেম উদ্দিন, তারেক হাসান বাচ্চু প্রমুখ।

সমাবেশে বক্তারা ২৪ ঘণ্টার সময় বেধে দিয়ে সকল জুয়া মেলা উচ্ছেদসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে স্থানীয় জনতার ওই দাবির প্রসঙ্গে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, কোথাও জুয়া মেলা চলছে কিনা তা জানা নেই বলে দাবি করেন।

তিনি বলেন, ‘খোঁজ নিয়ে দেখব, জুয়া মেলা থাকলে তা বন্ধ করে দেওয়া হবে।’

(আরএইচ/এএস/মে ১৩, ২০১৬)