বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের জন্য পৈতৃক সম্পত্তি দান করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট সদরের এমপি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা ও মীর পরিবারের অন্য সদস্যরা।

বাগেরহাট জেলায় এই প্রথম কোন রাজনৈতিক নেতা দলীয় কার্যালয়ের জন্য নিজস্ব জমি দান করে অন্য ইতিহাস সৃষ্টি করলেন কচুয়ার ঐতিহ্যবাহী মীর পরিবারটি। শনিবার বিশেষ ব্যবস্থায় এই দলিল করে দেয়া হয়।

কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহাবুবুর রশিদ, উপজেলা রেজিস্টার মোঃ জাহাঙ্গীর কবির ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিমসহ উপস্থিতিতে এমপি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, তাঁর দুই ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু ও বাগেরহাট পৌর আওয়ামী লীগের পাচ নম্বার ওয়ার্ড সভাপতি মীর ইমতিয়াজ আলী লাল্টু তাঁদের পৈতৃক সম্পত্তি থেকে ০.৪৩৮ একর জমি উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি হাজরা দেলোয়ার হোসেনের নামে কবলা দলীল করে দেন। এর আগে এমপি মীর বাদশার তত্ত্বাবাধানে উপজেলা সদরের ওই জমির উপর তিনতলা ভীতে অত্যাধুনিক দ্বীতল ভবন নির্মাণ করা হয়।

(একে/এএস/মে ১৪, ২০১৬)