বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মিয়ানমারের নাগরিকসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়সহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হ্লামং চাক (৩২), জিয়া উদ্দিন (২৮) এবং রহিম (২৯)। তারা সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩ যুবককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে শনিবার বিকেলে নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় তিনি বৌদ্ধ ভিক্ষুর স্বজনদের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলামসহ নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ মন্দিরের মংশৈ উ চাক (৭৫) নামে এক ভিক্ষুকে নিজ ধ্যান ঘরে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভিক্ষুর ছেলে চিংসাউ চাক শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(ওএস/এএস/মে ১৫, ২০১৬)