স্টাফ রিপোর্টার : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রতিদিন একটির বেশি কলড্রপ হলে দ্বিতীয় মিনিট থেকে ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা। একটির বিপরীতে গ্রাহকদের এক মিনিট করে কল ফেরত দেয়া হবে।

রবিবার সচিবালয়ে কলড্রপ বিষয়ে মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সিম নিবন্ধন প্রসঙ্গে এসময় প্রতিমন্ত্রী বলেন, ৩১ মের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করলে ১ জুন থেকে তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

(ওএস/এএস/মে ১৫, ২০১৬)