স্টাফ রিপোর্টার : সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে সিসিইউতে তাকে নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঞ্চের নেতা সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগ নিয়ে ছয়দিন আগে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় এ বরেণ্য রাজনীতিবিদকে। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে চিকিৎসকরা তাকে নিবীড় পর্যবেক্ষণে রাখেন।

৮৮ বছর বয়সী এ রাজনীতিবিদ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অসুস্থ অজয় রায়কে দেখতে শনিবার হাসপাতালে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও পযর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যসহ প্রগতিশীল নেতারা যান।

এ সময় নেতারা তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। অজয় রায়ের পরিবার তার সুস্থতা কামনায় সবার প্রার্থনা কামনা করেছেন।

(ওএস/এএস/মে ১৫, ২০১৬)