নিউজ ডেস্ক : জাতিসংঘের তথ্য সমাজ বিষয়ক বিশ্বসম্মেলন পুরস্কার ২০১৬ অর্জন করেছে বাংলাদেশি বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন’ (বিএনএনআরসি)। গত ৩ মে (মঙ্গলবার) জেনেভোয় বিএনএনআরসি-র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান এ পুরস্কার গ্রহণ করেন। রবিবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জেনেভা কর্মপরিকল্পনা অনুসারে ২০১২ সাল থেকে ১৮টি বিভাগে এ পুরস্কার প্রবর্তিত হয়। কর্মধারা ৯- (অ্যাকশন লাইন সি নাইন) এর গণমাধ্যম বিভাগে এ বছর সেরা পুরস্কারটি জিতে নেয় বাংলাদেশি সংস্থাটি।

গণমাধ্যমে নারী উন্নয়নকে সামনে রেখে এ পুরস্কার বিজয়কে অভিনন্দন জানিয়েছেন তথ্যসচিব মরতুজা আহমদ। দেশে ফিরে বজলুর রহমান সচিবালয়ে তথ্য সচিবের সঙ্গে সাক্ষাতের সময় মরতুজা আহমদ বলেন, “এই পুরস্কারের মাধ্যমে আমাদের কাজ বিশ্বসভায় স্বীকৃতি পেল। শুধু বিএনএনআরসি-র কর্মীবৃন্দের নয়, এই পুরস্কার বাংলাদেশের ১৬টি কমিউনিটি রেডিওতে কর্মরত ৬০ জন যুবা নারী সাংবাদিকের, যারা গণমাধ্যমে ‘কণ্ঠহীনের কণ্ঠস্বর’ তুলে আনার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।”

“প্রধানমন্ত্রী যিনি (শেখ হাসিনা) বাংলাদেশে কমিউনিটি রেডিও’র প্রবর্তক, এটি তার চিরোজ্জ্বল অবদানের একটি অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি।” বলেও জানান তিনি।

বিএনএনআরসি’র ‘কমিউনিটি মিডিয়া ও সাংবাদিকতায় যুব নারী- বাংলাদেশের গ্রামীণ সম্প্রচার সাংবাদিকতায় নতুন যুগের উন্মেষ’ প্রকল্পটি শুধুমাত্র সর্বাধিক ভোটই পায়নি বরং ৫টি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যেও প্রথম স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় বাছাইকৃত ৩১১টি প্রকল্পে ২ লাখ ৪৫ হাজার সদস্য ভোট প্রদান করেছেন, যার মধ্য থেকে ১৮টি প্রকল্প চূড়ান্তভাবে বিজয়ী ও ৭০টি প্রকল্প রানারস-আপ ঘোষিত হয়।

(ওএস/এএস/মে ১৬, ২০১৬)