স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেসনের মেয়র সাইদ খোকন বলেছেন, ঢাকা শহরের উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত। ইতোমধ্যেইে বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। তবে ঢাকা শহরকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য এক বছর যথেষ্ট সময় নয়।

সোমবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে ‘এক বছরে ফিরে দেখা এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ র্শীষক আয়োজিত সংবাদ সম্মলেনে তিনি এসব কথা বলেন।

(ওএস/এএস/মে ১৬, ২০১৬)