স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ জরিপ হতে যাচ্ছে।

বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ভারতীয় একটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নসরুল হামিদ বিপু বলেন, এর আগে পাওয়ার প্লান্টের বিষয়ে ইঞ্জিনিয়াররা আমাদেরকে বেশ কিছু ভুল তথ্য দিয়েছিলেন। তারা বলেছিলেন, পাওয়ার প্লান্টগুলো নষ্ট। তবে এখন দেখা যাচ্ছে, সেখানে কয়লার ময়েশ্চারের সমস্যা রয়েছে। সেগুলো পুরোপুরি নষ্ট নয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশে বিদ্যুতের জরিপ করা হয়। তবে আমাদের দেশে আগে বিদ্যুৎ জরিপ করা না হলেও বর্তমান সময়ে আমরা তা করতে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যুৎ বিভাগের সচিব, পিডিবির চেয়ারম্যান ও বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পের পরিচালকরা।

(ওএস/এএস/মে ১৮, ২০১৬)