কুষ্টিয়া প্রতিনিধি : হৈ-হুল্লোড় আর আনন্দঘন মুহুর্তের মধ্যদিয়ে কুষ্টিয়ায় ভোরের পাতা পত্রিকার যুগপদার্পণ (১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী) পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় কুষ্টিয়ার স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে ভোরের পাতা পাঠক ফোরাম কুষ্টিয়ার উদ্দ্যোগে এ অনুষ্ঠান পালিত হয়।

এতে দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাগরখালী পত্রিকার সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি রাশেদুজ্জামান রিমন, সাবেক সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি আছাদুর রহমান বাবু, দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি বাবলু রঞ্জন বিশ্বাস, সাবেক আহবায়ক ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবীর হিমু, যুগ্ম-সাধারন সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি মারফত আফ্রিদী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম মন্টু, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা স্বপন সিংহ, আমলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মাসুম, সাংবাদিক জাহিদ হাসান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, গণমাধ্যম আছে বলে সমাজ, দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। নির্যাতিত মানুষ যখন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সমাজের উচ্চস্তরের মানুষের কাছে বিচার পায় না তখন তারা সাংবাদিকের দারস্ত হয়।

তারা আরো বলেন, সৎ সাংবাদিকরা জাতীর কল্যানে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। আমরা আশাকরি আগামীতে দৈনিক ভোরের পাতা পত্রিকা সে ভূমিকা পালন করবে।

পরে প্রধান ও আগত অতিথিবৃন্দ কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(কেকে/এএস/মে ১৮, ২০১৬)