কক্সবাজার প্রতিনিধ : মালয়েশিয়ায় পাচারকালে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাইজ্জ্যাকাটা এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশখালী থানার উপ-পরিদশক বিকাশের নেতৃত্বে অভিযান চালিয়ে তাইজ্জ্যাকাটা এলাকার নুরুল আমিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য এখতিয়ার জানান, মালয়েশিয়ায় পাচার করার জন্য ওই তিনজনকে নুরুল আমিনের পুত্র ছৈয়দ হোসেন তার বাড়িতে এনে রাখা হয়েছিল। তারা উপজেলার হোয়ানক ইউনিনের পানিরছাড়া এলাকার বাসিন্দা।

মালয়েশিয়ায় আদম পাচারে জড়িত স্থানীয় মৃত মোস্তাক আহমদের ছেলে মাওলানা খাইরুল ৩০ হাজার টাকা দিয়ে তাদের ছৈয়দের কাছে হস্তান্তর করেন। লেনদেন শেষে ছৈয়দ কয়েকদিনের মধ্যেই তাদের মালয়েশিয়ায় পাচার করে দেয়ার কথা ছিল।

এদিকে অভিযানের আগাম সংবাদ পেয়ে মাওলানা খাইরুল ও ছৈয়দ হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। মামলা থেকে বাঁচতে তারা এখন মোটা অংকের টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন।

মহেশখালী থানার উপ-পরিদর্শক বিকাশ জানান, আটক ও দালালদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এইচআর/জুন ০৬, ২০১৪)