শেখ আহ্সানুল করিম, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার বাদোখালী বিলের ১৪ হাজার একর ফসলি জমির পানি ওঠানামার একমাত্র পোলের খালটি দীর্ঘ ৩৫ বছর পর অবৈধ দখলকারী মাছের খামারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলামের নেতৃত্বে বহুল আলোচিত এই খালের বিভিন্ন স্থানে নির্মাণ করা অবৈধ বাধগুলো কেটে খালটিকে প্রবাহমান করা হয়েছে।

এসময়ে সহকারি কমিশনার (ভূমি) তাসমিন ফারহানা, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিনসহ সাধারণ কৃষকেরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম জানান, এই উপজেলায় ৬০টি সরকারী রেকর্ডীয় খালে চিংড়ি ও মাছ চাষের নামে রাজনৈতিক ছত্র ছায়ায় থাকা প্রভাবশালীদের দেড় হাজারের বেশি অবৈধ বাধ দিয়ে রেখেছে বছরের পর বছর ধরে। উচ্চ আদালতের নির্দেশে অবৈধ এসব অবৈধ বাধ চিহিৃত করে উপজেলা প্রশাসন আজ থেকে দখল মুক্ত করার কাজ শুরু করেছে। ফলে দীর্ঘ ৩৫ বছর পর বিশাল এই খালটি দখল মুক্ত করা সম্ভব হয়েছে। এই খালটি দখল মুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে এলাকার হাজার হাজার চাষিরা। তাদের দাবী প্রভাবশালীদের দখলে থাকা সবগুলি বাধ দ্রুত অপসারণ করলে এলাকার হাজার হাজার একর জমিতে আবার আগের মত ফসল ফলবে । হাজার-হাজার কৃষক পরিবারের সুদিন ফিরে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, সদর উপজেলার গুরুত্বপূর্ণ প্রবাহমান ৬০টি খালের দেড় হাজার অবৈধ বাধ চিহিৃত করা হয়েছে। সেগুলি পর্যায় ক্রমে অপসারণের কাজ চলবে। তবে এসব অবৈধ বাধ অপসারণ করতে যে পরিমাণ অর্থ ও জনবল দরকার তার কোনটিই এই মূহুর্তে সদর উপজেলা প্রশাসনের নেই । তার পরও আমি আশা করছি জেলা প্রশাসক, স্থানীয় জন প্রতিনিধি ও জনসাধারনের সহযোগিতায় একাজ সম্পন্ন করা সম্ভব হবে।




(এসএকে/এস/মে২৬,২০১৬)