বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহস্পতিবার কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কৃষি অর্থসংস্থান বিভাগের উদ্যোগে বাংলাদেশে পাবলিক সেক্টরে কৃষি অর্থনীতি স্নাতকধারীদের কর্মসংস্থান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষদীয় সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে কৃষি অর্থসংস্থান বিভাগের প্রধান মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর পরেশচন্দ্র মোদক উপস্থিত ছিলেন। এছাড়াও এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বর্ষের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রক্টর বক্তব্য রাখেন।

প্রফেসর ড. মো. আলী আকবর বক্তব্যে বলেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের প্রায় শিক্ষার্থীরা সব জায়গায় ভাল অবস্থানে আছে। তাদের সাহস, জ্ঞান ও দক্ষতার জন্যই তারা ভাল অবস্থানে আছে। পাবলিক সেক্টরের কিছু কিছুৃ জায়গায় একটু সীমাবদ্ধতা রয়েছে। আমরা সেগুলো সমস্যা সমাধানে চেষ্টায় আছি। আশা করি দ্রুত সুরাহা হবে।

(এসএস/এএস/মে ২৬, ২০১৬)