বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে লিটন হাওলাদার ওরফে কালু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে বাগেরহাট পৌরসভার বাসাবাটি মনিকা সিনেমা হলের পাশে লিটনের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ঘরের বারান্দার মাটি খুঁড়ে লুকিয়ে রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করে। আটক লিটন হাওলাদার  ওরফে কালু আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ চন্দ্র দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহায়তায় লিটনরে বাড়ি অভিযান চালানো হয়। তার ঘরের বারান্দার মাটি খুড়ে লুকিয়ে রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ২ বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়। এছাড়া আটক লিটনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তিনি আরও বলেন, গত ২৫ দিনে গাঁজা ইয়াবাসহ মাদক ব্যবসা ও সেবনের দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বাগেরহাট শহরকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

(একে/এএস/মে ২৬, ২০১৬)