মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে মুক্তাগাছায় শনিবার ১০টি ইউনিয়নের ৯৬টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার দুপুর থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ  বিভিন্ন উপকরণ বিতরণ শুরু হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শনিবার ১নং দুল্লা, ২নং বড়গ্রাম, ৩নং তারাটি, ৪নং কুমারগাতা, ৫নং বঁশাটি, ৬নং মানকোন, ৭নং ঘোগা, ৮ নং দাওগাঁও , ৯নং কাশিমপুর, ১০ নং খেরুয়াজানি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

১০টি ইউনিয়নে মোট ভোটার ২লাখ ৬০ হাজার ৪শ ৮৯ জন । তন্মধ্যে পুরুষ ১লাখ ৩০ হাজার ৮শ ৪৪জন এবং মহিলা ১লাখ ২৯ হাজার ৬শ’ ৫জন । ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী , ১২৯ জন সংরক্ষিত মহিলা এবং ৪৩২ জন মেম্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে ২ হাজার ২শ জন প্রিজাইডিং এবং পোলিং অফিসারকে ট্রেনিং প্রদান করা হয়েছে । ৯৬ জন প্রিজাইডিং ৬৯০ জন সহকারী প্রিজাইডিং এবং ১২৬০ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে ।

প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের এসআই-১ জন, এএসআই-১ জন, কনস্টেবল পাঁচজন,আনসার ব্যাটালিয়নের অস্ত্রসহ তিনজন সদস্য ও লাঠিসহ ১২ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ,পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ান আনসার, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাহমুদুল আলম জানিয়েছেন।

(এমডি/এএস/মে ২৭, ২০১৬)