সাতক্ষীরা প্রতনিধি : সাতক্ষীরার বৈকারি সীমান্তের শিকড়িতে  ১২টি  সোনার বারসহ দুই চোরাচালানিকে  শুক্রবার রাত ৮টার দিকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  ।

বিজিবির বৈকারি ক্যাম্প কামান্ডার নায়েক সুবেদার আবদুল মান্নান জানান, ‘আটক আতাউর রহমান বৈকারি ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য। তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান অসলের ভাই। আতাউর তার অপর সঙ্গী বৈকারি গ্রামের প্রদীপ কুমার মন্ডলকে সাথে নিয়ে নিজের অন্তর্বাসে মুড়িয়ে রেখে এই সোনা ভারতে পাচারের লক্ষ্যে একটি মোটর সাইকেলে যাচ্ছিলেন ’।

বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন শুক্রবার রাত সাড়ে ১০টায় ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান ‘ শিকড়ি সড়ক পথে ভারতের দিকে যাবার সময় বৈকারি ক্যাম্পের নায়েক আবদুল করিমের নেতৃত্বে বিজিবির তিন সদস্য মোটর সাইকেল থামিয়ে তার দেহ তল্লাশি করে এই সোনা খুঁজে পান’ । তিনি বলেন জব্দকৃত সোনার ওজন এক কেজি চারশ’ গ্রাম। এর দাম প্রায় ৫৬ লাখ টাকা । তাদের মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক। ।


(আরএনকে/এস/মে২৮,২০১৬)