হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে গত ২৭ মে দিবাগত রাতে মেইন পিলার ১১২৪ এস ৫ এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহলরত অবস্থায় ২৭ বর্ডারগার্ড ব্যাটালিয়ান বিজিবি সদস্য পশ্চিম গোবারাকুড়া নামক পাকা রাস্তা থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে পাকাড়াও করতে গিয়ে গোবরাকুড়া বিওপি হাবিলদার রতন মিয়া আহত হন।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার ৪নং সদর ইউনিয়নের পশ্চিম গোবরাকুড়া গ্রামের আবুল হোসেনের পুত্র মোস্তফা হোসেন (৩৫) একই গ্রামের মৃত সাত্তার হোসেনের পুত্র নূরুজ্জামান (৩৪) কে গতিরোধ করে আটকের চেষ্টাকালে মোটরসাইকেলের আঘাতে আহত হয় বিজিবি সদস্য। সঙ্গীয় বিজিবি সদস্যরা এ সময় ৬ বোতল ভারতীয় মদ ও ১টি মোটরসাইকেল সহ মোস্তফা কে আটক করে। আহত হাবিলদার রতন মিয়া কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত সাহা সাংবাদিকদের জানায় আহত বিজিবি সদস্য কে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে গোবারাকুড়া সীমান্ত ফাড়ির সুবেদার তফাজ্জ্বল হোসেন সাংবাদিক মাদক ব্যবসায়ীদের আটকের সময় মোটরসাইকেল ধরতে গিয়ে হোচট খেয়ে বিজিবি হাবিলদার রতন মিয়া আহত হয়েছেন। এ ঘটনায় বিজিবি হাবিলদার রতন মিয়া বাদী হয়ে ২৮ মে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধনী) আইন ২০০৪-এর ২২ (গ) ধারায় হালুয়াঘাট থানায় ২ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন এবং উদ্ধারকৃত মালামাল সহ আটকৃত ব্যক্তি কে হালুয়াঘাট থানায় সোর্পদ করেন।

(জেসিজি/এএস/মে ২৮, ২০১৬)