বান্দরবান প্রতিনিধি :পর্যটন কেন্দ্র নীলাচলে ৪ তলা বিশিষ্ট একটি ডরমেটরী ভবনের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় শহরের নিকটবর্তী নয়নাভিরাম পর্যটন কেন্দ্র নীলাচলে এই ডরমেটরী ভবনের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা প্রশাসন ও পৌর সভার যৌথ উদ্যোগে ভবনটি বাস্তবায়ন করা হচ্ছে।

ভিত্তি স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র ইসলাম বেবী, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরীসহ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় বীর বাহাদুর বলেন, পর্যটন জেলা হিসেবে বান্দরবান অনেক পরিচিতি লাভ করেছে। তার মধ্যে নীলাচল অন্যতম। দেশের মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এই ডরমেটরী বাড়তি সুবিধা দেবে। সেই সাথে নীলাচলের আশেপাশের জনগোষ্ঠিরও উন্নয়ন হবে। যারা সমুদ্র দেখতে আসেন তারা একই সাথে পাহাড়ও ভ্রমন করে যান। তিনি আরো বলেন, মেঘলা পর্যটন কেন্দ্রে একটি নয়নাভিরাম শিশুপার্ক নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। খুব শিগ্রই কাজ শুরু করা হবে। শিশুপার্কটি হয়ে গেলে মেঘলা পরিপুর্ণ একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্থান করে নিবে।

থানছিতে খাদ্য সংকটের বিষয় নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংকট নয়, জুমে ধান না হওয়ার কারণে কিছু এলাকায় সমস্যা ছিল। ইতিমধ্যে পর্যাপ্ত পরিমান খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হয়েছে। ৪৬ মেঃটনের পর আজ আরো ১’শ মেঃটন খাদ্যশষ্য বরাদ্দ করা হয়েছে। অতি দ্রুত প্রত্যন্ত এলাকায় খাদ্যশষ্য পৌছে দেয়া হবে। প্রতিটি পরিবার যাতে সরকার নির্ধারিত খাদ্যশষ্য পায় সে বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে হেলিকপ্টারে জিন্না পাড়া, দলিয়ান ও বড়মদকে চাল পাঠানো হবে। বর্তমানে ঐসব এলাকায় আর কোন খাদ্যের অভাব নেই। একটি গোষ্ঠি এই বিষয়টিকে নিয়ে যা নয় তা করে রাজনীতি করছে। তিনি এসব অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

(এএফবি/এস/মে২৮,২০১৬)