মদন (নেত্রকোণা)প্রতিনিধি : হিংসা বিদ্বেষ ভুলে সকলে এক সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশের আশাতীত উন্নয়ন সম্ভব। গতকাল রোববার নেত্রকোণার মদন পাবলিক হলে উপজেলা প্রশাসনিক ভবন ও হল রুমের ভিত্তি প্রস্তর স্থাপর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও এমপি রেবেকা মমিন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস্য। জনগণকেই তাদের সকল সমস্যা চিহ্ণিত করে ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এরজন্য যা প্রয়োজন সকল ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খুরশীদ শাহরিয়রের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইসমত কিবরিয়া, উপজেলা চেয়ারম্যান এম, এ হারেছ, আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ কদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, পৌর মেয়র আব্দুল হান্নান শামীম, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ছদ্দু, উপজেলা প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন, এমপির এপিএস তোফায়েল আহম্মেদ প্রমুখ।





(এএমএ/এস/মে২৯,২০১৬)