গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের ইজি বাইক চালক মানিক শেখ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিজড়া গ্রামবাসী।

গতকাল রোববার সকাল সাড়ে ১১ টা থেকে ঘন্টা ব্যাপী স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহত মানিক শেখের পরিবারের সদস্য ও শত শত এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনকারীরা দ্রুত সময়ের মধ্যে মানিক শেখ হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

উল্লেখ্য, জমিজমা সক্রান্ত বিষয় নিয়ে গত ১৮ এপ্রিল সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের হিরু শেখের ছেলে মানিক শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ সিদ্দিক শেখের লোকজন।

(পিএম/এস/মে২৯,২০১৬)