স্পোর্টস ডেস্ক : রোনাল্ডোর রেকর্ড নাকি ভেঙে যাচ্ছে! মিরোস্লাভ ক্লোসা সমান্তরালে এগিয়ে চলা এমন দুটি বিন্দুতে পৌঁছেছেন যেখানে গার্ড মুলার বহুদিন আগেই মাইলফলক স্থাপন করেছেন।

একটা ধাপ এগোতে পারলেই দুটি বিন্দুই মিরোস্লাভ ক্লোসাকে সামনে এগিয়ে দিবে। গার্ড মুলার জার্মানির জার্সিতে গোল করেছেন ৬৮টি।

সমান গোল রয়েছে মিরোস্লাভ ক্লোসারও। বিশ্বকাপের মহাযজ্ঞে গার্ড মুলারের গোল ১৪টি। মিরোস্লাভ ক্লোসারও তাই। একটা মাত্র গোল ক্লোসাকে জার্মান কিংবদন্তির চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে দেবে। কিন্তু গার্ড মুলারকে নিয়ে এখন ভাবছে কজন। কিছুদিন আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো বলছিলেন, ‘রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। ক্লোসা যদি আমার রেকর্ডটা ভেঙে দেয় আমি খুশিই হব।’

রেকর্ডটার কথা স্পষ্ট করা যাক। বিশ্বকাপের মঞ্চে হলুদ জার্সিতে তিনবার হাজির হয়েছেন রোনাল্ডো। খেলেছেন ১৯ ম্যাচ। গোল করেছেন রেকর্ড ১৫টি। গার্ড মুলার ১৯৭৪ সালের পর থেকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের (১৪ গোল) মালিক ছিলেন। এর আগে ছিলেন ফরাসি তারকা জাস্ট ফন্টেইন (১৩ গোল)।

২০০৬ সালে ১৫তম গোল করে রোনাল্ডো ছাড়িয়ে যান কিংবদন্তিদের। তবে ২০০৬ বিশ্বকাপেই সর্বোচ্চ ৫ গোল করে গোল্ডেন বুট পেয়েছিলেন মিরোস্লাভ ক্লোসা। ২০০২ সালে করেছিলেন ৫ গোল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় করেছেন ৪ গোল। রোনাল্ডো ১৯৯৮ সালে ৪টি, ২০০২ সালে ৮টি এবং ২০০৬ সালে ৩টি গোল করে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড গড়েছিলেন।

ব্রাজিলিয়ানদের জন্য এবারের বিশ্বকাপটা আনন্দ-বেদনার হতে পারে। একদিকে রোনাল্ডোর রেকর্ড ভেঙে যাওয়ার ভয়। অন্যদিকে নেইমারদের জয়ের সম্ভাবনা। সবমিলিয়ে ব্রাজিলিয়ানরা আনন্দ-বেদনার খেলায় মেতে উঠারই প্রস্তুতি নিচ্ছে। মিরোস্লাভ ক্লোসা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর রেকর্ডটা ভেঙে দেবেন বলে অনেকেই বিশ্বাস করেন। যদি এই অভাবনীয় রেকর্ডটা হয়েই যায় তবে দীর্ঘদিন বেঁচে থাকবেন ক্লোসা।

বর্তমান তারকাদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোল করেছেন ডেভিড ভিয়া (৮টি)। ব্রাজিলেই সম্ভবত ভিয়া ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। বাকিদের অবস্থান আরও অনেক নিচে। কোনো অতি প্রতিভাবান তারকার আগমন পর্যন্ত ক্লোসার সম্ভাব্য রেকর্ডটা দীর্ঘদিন বেঁচে থাকার নিশ্চয়তা পেয়ে যাবে। অবশ্য মেসি, নেইমার কিংবা পর্তুগিজ তারকা রোনালদোরা যদি ক্লাবের মতো বিশ্বকাপেও আলো ছড়াতে শুরু করেন, তবে এবারেই কোন অবিশ্বাস্য ঘটনা ঘটে যেতে পারে!

(ওএস/এটিআর/জুন ০৬, ২০১৪)