নাটোর প্রতিনিধি : নাটোরের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু হাই স্কুলের প্রধান শিক্ষক আ ন ম শহিদুল ইসলামকে নিখোঁজের চারদিন পর যশোর থেকে উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার নাটোর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে যশোর জেলার নাভারন এলাকা থেকে তাকে উদ্ধার করে।

পুলিশ জানায় গত সোমবার(২ জুন) প্রধান শিক্ষক আ ন ম শহিদুল ইসলাম শহরতলির চকআমহাটি এলাকায় তার নিজ বাড়িতে আসর নামাজ আদায় করে শহরে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। এঘটনায় তার স্ত্রী ফাতেমা বেগম নাটোর সদর থানায় মঙ্গলবার রাতে একটি অপহরন মামলা দায়ের করেন। ওই মামলায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। মামলা দায়েরের পর শিক্ষক আ ন ম শহিদুল ইসলামের সন্ধানে পুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার তাকে যশোর জেলার নাভারন থেকে তাকে উদ্ধার করে ।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন নিখোঁজ শিক্ষক আ ন ম শহিদুল ইসলামকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, একটি মাইক্রোবাসে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন ওই শিক্ষক। পরে তাকে উদ্ধার করে নাভারনের জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

(এমআর/অ/জুন ০৬, ২০১৪)