গৌরীপুর প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৩০মে) ইজারাদারদের সন্ত্রাসী বাহিনীর অত্যাচার নির্যাতন, ভাসান জমিতে খাজনা বন্ধকরণ, খাজনা তালিকা জনসম্মুখে প্রকাশ, জলমহালটির ইজারা বাতিলসহ ৫দফা দাবিতে সিধলার সিধলং জলমহালের লোকজন ও মৎস্যজীবি সমিতির সদস্যরা ইউএনও অফিস ঘেরাও কর্মসূচী পালন করেন। জেলা প্রশাসকের নিকট দেয়া স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

মৎস্যজীবি মো. রুম আলীর সভাপতিত্বে ৫দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি সুশান্ত দেবনাথ খোকন, গৌরীপুর ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন আল বারী, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসিম, মৎস্যজীবি খোকন মিয়া, শফিকুল ইসলাম, কাসুম আলী, রুকন উদ্দিন, আব্দুল হাই, আব্দুল হক, মো. লাল মিয়া, মো. দুলাল মিয়া, আবুল কালাম, ইসলাম উদ্দিন, আব্দুস সাত্তার, হক মিয়া প্রমুখ ।


(এসআইএম/এস/মে ৩০,২০১৬)