নাটোর প্রতিনিধি : নাটোরে নিখোঁজের একবছর পর আবুল কাশেম (৬০) নামে এক ভাংড়ি ব্যবসায়ীকে শুক্রবার পুলিশ রাজবাড়ী থেকে আটক করেছে। জমি নিয়ে বিরোধে স্ত্রীকে দিয়ে ভাই বোন ভগ্নিপতি ও ভাতিজাদের ফাঁসাতে অপহরন মামলা করে এক বছর সে স্বেচ্ছায় আত্মগোপনে থাকে।

পুলিশ জানায়, গত বছরের জুন মাসে নাটোর শহরের পশ্চিম বড়গাছা এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আবুল কাশেম (৬০) নিখোঁজ হয়। নিখোঁজের ক’দিন পর তার স্ত্রী শাহীদা খাতুন স্বামীর ভাই বোন, ভাবী, ভগ্নিপতি ও ভাতিজাদের বিরুদ্ধে অপহরন মামলা করে। অভিযুক্তরা ইতোমধ্যে দীর্ঘ জেল জুলুমের শিকার হয়েছে। শুক্রবার পুলিশ খবর পায় নিখোঁজ আবুল কাশেম রাজবাড়ী জেলা শহরে একটি ছোট ঝুপড়ি ঘর নিয়ে ভাংড়ি ব্যবসা করছে। খবর পাওয়ার পর পরই দ্রুত নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুস সাত্তার খানের নেতৃত্বে নাটোর থানা পুলিশের একটি টিম রাজবাড়ী পুলিশের সহায়তায় তাকে আটক করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এমআর/অ/জুন ০৬, ২০১৪)