স্টাফ রিপোর্টার :মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক ফাহিম মুনয়েম মারা গেছেন।
মাছরাঙ্গা টেলিভিশন জানিয়েছে আজ সোয়া ছটায় গুলশানে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন।

তার মরদেহ ঢাকার একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।তার দু’ছেলে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মিস্টার মুনয়েম ২০১০ সালে মাছরাঙ্গা টেলিভিশনে যোগ দেয়ার আগে দীর্ঘদিন ধরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি দৈনিক সংবাদ, মর্নিং সান ও বার্তা সংস্থা ইউএনবিতে কাজ করেছেন।
ডেইলি স্টারে কাজ করার সময়ই ২০০৭ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন।পরে আবার ডেইলি স্টারে ফিরে যান।

তিনি টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও কাজ করেছিলেন।
সৈয়দ ফাহিম মুনয়েম ১৯৫৩ সালের ৪ঠা জুলাই জন্মগ্রহণ করেছিলেন।




(আরএইচ/এস/ জুন০১,২০১৬)