বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আত্মসমর্পণকারী সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাষ্টারসহ ১০ দস্যুকে বুধবার বিকালে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে মংলায় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ভাবে ৫২টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের ৫ হাজার রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণকারী এসব বনদস্যুদের বিরুদ্ধে ওইদিন রাতে র‌্যাব-৮ এর ডিএডি মো. হাবিব বাদী হয়ে অস্ত্র আইনে মংলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

বুধবার বিকালে ওই দুটি মামলার তদন্ত কর্মকর্তা মংলা থানার এসআই মঞ্জুরে এলাহী বনদস্যু মাস্টার বাহিনীর প্রধানসহ ১০ দস্যুকে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম গাজীর আদালত সুন্দরবনের ত্রাস বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাষ্টারসহ ১০ দস্যুকে বাগেরহাট কারাগারে পাঠাবার নির্দেশ দেন। মাস্টার বাহিনীর প্রধানসহ ওই বাহিনীর ১০ দস্যুকে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ ভ্যানে করে প্রথমে আদালতে ও পরে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

র‌্যাব-৮ এর ডিএডি মো. হাবিব বাদী হয়ে প্রথম অস্ত্র মামলায় ৯ বনদস্যুকে আসামী করা হয়। এই ৯ বনদস্যুর মধ্যে মাস্টার বাহিনীর প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাষ্টার (৪৬), তার সেকেন্ড ইন কমান্ডার সোহাগ আকন্দ (৩৭), সোলায়মান শেখ (২২), সুলতান খাঁ (৫৮), ফজলু শেখ(৩৪), শাহীন শেখ (৩২), সুমন সরদার (২৬), হারুন (২৪) ও আরিফ সরদারকে (২২) আসামী করা হয়। অপর অস্ত্র মামলায় এক মাত্র আসামী করা হয় আসাদুল ইসলাম কোকিলকে (২৭)।

(একে/এএস/জুন ০১, ২০১৬)