বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা অটো, টেম্পু, সিএনজি (অটোরিকশা) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ বুধবার (১ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

বেলা একটার দিকে বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাকক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন।

অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করেন-উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মো. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, সহ-সম্পাদক মো. হোসাইন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ, অর্থ-সম্পাদক বিধান দেব নাথ, দপ্তর সম্পাদক মো শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আলমাছ উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল জলিল, মো. আব্দুল্লাহ ও আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন-বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহতাব উদ্দিন, সাংগঠনিক স¤পাদক লাল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির নির্বাচন গত ২৮ মে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।

(এলএস/এস/জুন০১,২০১৬)