ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বিএনপির প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আওয়ামীলীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের কর্মীরা হামলা ও ভাংচুর করেছে। 

উপজেলার বৈলর ইউনিয়ন বি এন পির মনোনীত (ধানের শীষ) প্রার্থী খালেকুজ্জামান ভি পি সোহেলের বইলরের তিনটি নির্বাচনী প্রচারনা ক্যাম্পে আওয়ামীলীগ মনোনীত (নৌকার) প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুলের কর্মী বাহিনীরা গত বুধবার রাতে ও বৃহস্প্রতিবার সকালে রাতে ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে । বইলর মডেল নির্বাচনী ক্যাম্প,ইকিলবাড়ী ক্যাম্প ও বইলর বাজারের কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানসহ নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর করে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপির মনোনীত প্রার্থী ভি পি সোহেল জানান, আমার কর্মীদেরকে আওয়ামীলীগের প্রার্থীর গুন্ডা বাহিনীরা হুমকি ধমকি দিয়ে আতংকিত করছে এবং ধানের শীষ প্রতীকের ভোট চাইলে তাদেরকে দেখে নিবে বলে হুমকি দিচ্ছে। এর আগেও আওয়ামীলীগের এ প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি লঙ্ঘনসহ প্রতিপক্ষের কর্মীদের উপর হামলা অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আওয়ামীলীগের প্রার্থীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় ত্রিশাল থানা অফিসার ইনচার্য মনিরুজ্জামান ঘটনাস্থল পরির্দশন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন জানান, আমি ঘটনার শুনার পরই সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছি।

(এমআরএন/এএস/জুন ০২, ২০১৬)