সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকায় পাচারকালে পুলিশ পিকআপ ভর্তি দেড় হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় গ্রেফতার করা হয়েছে দু’ মাদক পাচারকারিকে। বৃহষ্পতিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া সীমান্ত থেকে এসব উদ্ধার গ্রেফতারের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২৮) ও সদর উপজেলার বৈকারি গ্রামের আবু তালেব মোড়লের ছেলে শরিফুল ইসলাম (২০)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত দিয়ে ভারতীয় ফেনসিডিলের একটি বড় চালান অবৈধপথে নিয়ে এসে আগরদাঁড়ি ইউনিয়নের খলিলনগর মহিলা মাদ্রাসার পাশে মজুদ করা হয়েছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে পুলিশ সেখানে অবস্থান নেয়।

বৃহষ্পতিবার ভোর পাঁচটার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভর্তি ফেনসিডিল নিয়ে পালানোর সময় ধাওয়া করে পুলিশ ভাদড়া মোড়ে ওই পিকআপ আটক করে। পিকআপ তল্লাশি করে দেড় হাজার বোতল ফেনিসিডিল উধ্দার করা হয়। এ সময় পিকআপে অবস্থানকাাির দু’ পাচারকারি মেহেদী হাসান বাপ্পি ও শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ওই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায়।

তিনি আরো জানান, এ ঘটনায় সহকারি উপপরিদর্শক আনছার আলী বাদি হয়ে গ্রেফতারকৃতদের নাম উল্লেখ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(এসআরডি/এস/জুন০২,২০১৬)