আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বিরোধীয় জায়গায় নলকূপ বসানোকে কেন্দ্র করে পরস্পরের হামলায় মহিলা ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের অমল সরকার ও ধীরেণ সরকারের মধ্যে দীর্ঘ দিন যাবত বাড়ির জায়গার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীয় ওই জায়গায় শুক্রবার সকালে ধীরেণ নলকূপ বসাতে গেলে তাতে বাধা দেয় অমল। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা-সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন তারা।

পরস্পরের হামলায় অমল সরকার, তারামনি সরকার, শ্রীদাম সরকার, লক্ষ্মী রানী, শিক্ষার্থী অনন্যা, ঝর্না, অলক, ধীরেণ, যশোদা সরকার, অর্চিত, কৃষ্ণকান্ত, ধ্রুব সরকারসহ ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উপজেলঅ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে এএসআই মোশারফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।

(টিবি/এএস/জুন ০৩, ২০১৬)