গোপালগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গৌরীপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম দলীয় নেতা-কর্মিদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার দুপুর ১টায় নব-নির্বাচিত মেয়র বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহ পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় তার সাথে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌরসভার নব-নির্বাচিত কাউন্সিলরসহ অসংখ্য নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

(পিএম/এএস/জুন ০৩, ২০১৬)