বাগেরহাট প্রতিনিধি : ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমীন মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বাগেরহট ডেসটিনির বিনিয়োগকারী, ক্রেতা ও পরিবেশকরা। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ডেসটিনির বিনিয়োগকারী, ক্রেতা ও পরিবেশক বাগেরহাট ব্যনারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, ডেসটিনির বিনিয়োগকারী, ক্রেতা ও পরিবেশক আলী আকবর মিন্টু, খন্দকার আকমল উদ্দিন সাখি, ইয়াসির আরাফাত নিপু,তরিকুল ইসলাম, মোস্তফা কামাল, রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনসহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তি দেয়ার দাবি করেন।

বক্তারা ডেসটিনির সকল সমস্যার দ্রুত সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘আমরা রাজনীতি করিনা, আমরা রাজনীতি বুঝিনা, আমরা ডেসটিনিতে ভালো ছিলাম, আমরা আবার ডেসটিনিতে কাজ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ৪৫ লক্ষ পরিবারকে বাঁচান।’

(একে/এএস/জুন ০৪, ২০১৬)